ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

ব্লকে লেনদেন ৩৪ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি কোম্পানির ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ব্লক মার্কেটে ২৬টি কোম্পানি এক কোটি তিন লাখ ৪৩ হাজার ৬৪২টি শেয়ার হাতবদল করে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ব্লক মার্কেটে ৩৪ কোটি এক লাখ ৯১ হাজার টাকার লেনদেন হয়েছে।


কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। এদিন কোম্পানিটি সাত কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পাঁচ কোটি চার লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তৃতীয় সর্বোচ্চ বেশি লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটি পাঁচ কোটি টাকার লেনদেন করে।


এছাড়াও ব্যাংক এশিয়া লিমিটেড ৪৪ লাখ ২৩ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেড ৬৭ লাখ ৬৮ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড দুই কোটি ৪০ লাখ ৫২ হাজার টাকার, ব্রাক ব্যাংক লিমিটেড তিন কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড একোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা, সিটি ব্যাংক লিমিটেড পাঁচ লাখ দুই হাজার টাকা, ইস্টার্ণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এক কোটি ৪২ লাখ ৬৫ হাজার টাকা, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ লাখ ৬৬ হাজার টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড ৬৬ লাখ নয় হাজার টাকার, আইএফআইসি ব্যাংক লিমিটেড পাঁচ লাখ পাঁচ হাজার টাকার, ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড ১০ লাখ ৫০ হাজার টাকার, কহিনুর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নয় লাখ ৭৭ হাজার টাকার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ৪৪ লাখ ৭২ হাজার টাকার, ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড ১৩ লাখ ১৭ হাজার টাকার, মেট্রো স্পিনিং মিলস মিলস লিমিটেড আট লাখ টাকার, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড আট লাখ ৯৩ হাজার টাকা, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ছয় লাখ ১৯ হাজার টাকার, প্রভাতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৪৭ লাখ ৬১ হাজার টাকার, সি পার্ল রিসোটস লিমিটেড পাঁচ লাখ এক হাজার টাকার, সামিট পাওয়ার লিমিটেড দুই কোটি ২৯ লাখ ১৫ হাজার টাকার এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড আট লাখ ১৮ হাজার টাকার।

ads

Our Facebook Page